Top

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

২৩ মার্চ, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকাল ১০টায় মুজিব সড়কে শহীদ নাজমুল চত্বর (প্রেসক্লাব মোড়) এলাকায় বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার খুব দ্রুত সময়ের মধ্যে মাধ্যমিক শিক্ষাকে সরকারি করণ করে আমাদের দাবি পূরনের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি।

আমরা মানুষ গড়ার কারিগর। সরকার আমাদের জাতীয় করণ করে স্বীকৃতি দিলে আমরা উপকৃত হব। মাধ্যমিক শিক্ষকরা আজ অবহেলিত হয়ে পড়েছে। মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে লেখাপড়ার মান উন্নত এবং মানসম্মত পাাঠদানসহ শিক্ষাকে আরও বেগবান করতে শিক্ষকদের প্রাণের দাবি জাতীয় করণ করে তদেরকে সম্মানিত করার আহ্বান জানান বক্তারা।

এ মানববন্ধনে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক মো: আইয়ুব আলী, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হালিম, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মো: সাজেদুল ইসলাম, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: রওশন আলী, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন।

 

শেয়ার