Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

বান্দরবানে সুবর্ণজয়ন্তী মেলা’র সমাপনী অনুষ্ঠিত

২৩ মার্চ, ২০২২ ৯:০১ অপরাহ্ণ
বান্দরবানে সুবর্ণজয়ন্তী মেলা’র সমাপনী অনুষ্ঠিত
আকাশ মারমা মংসিং, বান্দরবান :

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ বুধবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক প্রাঙ্গণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৭ দিন ব্যাপী এ মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও বেসরকারি দপ্তরের ৬০ টি স্টল অংশগ্রহন করেন। ৭দিন মেলায় শেষে স্টল প্রদর্শনী তে ১ম স্থান অর্জন করে উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়,২য় স্থান অর্জন করে জেলা নির্বাচন অফিস এবং ৩য় স্থান অর্জন করে গণপূর্ত বিভাগ,বান্দরবান। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্বারক ও সনদ পত্র তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি

সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কায়েসুর রহমান, বান্দরবান সিভিল সার্জন ডা.নিহার রঞ্জন নন্দী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ্ উদ্দিন চৌধুরীসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও বান্দরবান জেলা পুলিশ, উপপরিচালক, স্থানীয় সরকার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নির্বাহী প্রকৌশলী,সড়ক ও জনপথ বিভাগ,গণপূর্ত বিভাগ,ওয়ার্ল্ড ভিশন সহ সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদস্থ কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্যে ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি কতটুকু সমৃদ্ধশালী হলো,কতটুকু সুশাসন প্রতিষ্ঠিত হলো এগুলো জনগনের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হলো।

তিনি আরও বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী,উন্নত রাষ্ট্র ও জাতি গঠন এবং সুরক্ষিত জনস্বাস্থ্য ও উন্নয়ন,টেকসই অভীষ্ট (এসডিজি),মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং,সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা,তথ্য অধিকার,নারী ও শিশুর প্রতি সংহিসতা প্রতিরোধ,গুজব,মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।এসময় তিনি বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান ধন্যবাদ জানান।

সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কায়েসুর রহমান, বান্দরবান সিভিল সার্জন ডা.নিহার রঞ্জন নন্দী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ্ উদ্দিন চৌধুরীসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও বান্দরবান জেলা পুলিশ, উপপরিচালক, স্থানীয় সরকার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নির্বাহী প্রকৌশলী,সড়ক ও জনপথ বিভাগ,গণপূর্ত বিভাগ,ওয়ার্ল্ড ভিশন সহ সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদস্থ কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার