বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে রসায়ন বিভাগের একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ, ২০২২) রসায়ন বিভাগের এম.এসসি ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন ।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজন মোহন চাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মতিউর রহমান উপস্থিত ছিলেন। এসময় রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এইচ. এম. তারিকুল ইসলাম, তানিয়া তোফাজ, ড. মোঃ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক মোঃ নুরুজ্জামান খান, ড. মোঃ হারুন-আল-রশীদ, ড. মোঃ জাকির হোসেন, প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাতসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রসায়ন বিভাগের একযুগ পূর্তি উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।