Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিত

২৫ মার্চ, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিত
আশিক বিন রহিম, চাঁদপুর :

হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ-খবর নিলেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

২৫ মার্চ শুক্রবার সকালে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিনের নেতৃত্বে ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধিদল অগ্নিকাণ্ড স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারী কেএম ইয়াসীন রাশেদসানী, প্রচার ও দাওয়া সম্পাদক মাহবুব ইমরান মাসুম, সহকারী অর্থ সম্পাদক আসাদুল্লাহ সুমন, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ.এম নিজাম, জেলা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক টিএম মাহদী হাসান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা.সেলিম হোসাইন, জেলা যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক শাহীন খান, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আবুল হাসানাত, হাইমচর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার শফিউল্লাহ, নির্বাহী সদস্য মোঃ রুহুল আমিন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ চরভৈরবী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সমবেদনা প্রকাশ করে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদীন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় মানবতার সেবায় কাজ করে আসছে। যেখানেই কোনো দুর্ঘটনা ও বিপদ-আপদ দেখা দিবে। সেখানে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মানবতার সেবায় পাশে এসে দাঁড়াবে। তিনি বলেন, আমরা গতকালকে খবর পেয়েছি, এই চরভৈরবী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখানে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো।

এটা আমাদের সকলের মানবিক দায়িত্ব। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে যদি দাঁড়াই, তাহলে যেকোনো সমস্যাই সম্মিলিতভাবে সমাধান করা সম্ভব। তিনি সরকারের উদ্দেশে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করুন। তারা যেন ঘুরে দাঁড়াতে পারে। যে পরিস্থিতি আমরা দেখেছি এখানকার ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছে। সকলকে তাদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।

শেয়ার