Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো রাঙামাটির প্রশাসন

২৬ মার্চ, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো রাঙামাটির প্রশাসন
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশের স্বাধীনতার জন্য জীবন দেওয়া অকুতোভয় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন- রাঙামাটি প্রশাসন। শনিবার (২৬মার্চ) ভোর ৫টা ৫৫মিনিটে প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এরপর তাঁরা শহীদদের স্মরণে একমিনিট নীরবতা পালন করেন।

এরপর পুলিশ সুপার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান, পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান, রাঙামাটি পৌরসভা, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান, ক্ষমতামীন দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর একে একে সিভিল সার্জন, আনসার, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, ট্যুরিস্ট পুলিশ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ দিনভর জেলার সর্বস্থরের জনগণ বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করবেন। আজ ফুলে ফুলে ঢেকে যাবে পুরো শহীদ মিনার।

শেয়ার