Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

খুবিতে আন্ত:ডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এসডব্লিউই

২৬ মার্চ, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
খুবিতে আন্ত:ডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এসডব্লিউই
রেজওয়ান আহম্মেদ, খুবি  :
রোটার‍্যাক্ট ক্ল্যাব অব খুলনা ইউনিভার্সিটির আয়োজিত আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তারা ইংরেজি ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। 
শনিবার (২৬ মার্চ) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের এ কুইজ প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
সংগঠন সূত্রে জানা যায়,  শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৭০টি টিম এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে পরীক্ষার মাধ্যমে ৩৩টি টিম পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পান।
পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে ৩৩ টি টিম হতে ৮টি টিম কোয়ার্টার ফাইনাল খেলে। সেখান থেকে আজ সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন, ইংরেজি, সমাজবিজ্ঞান ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলোজি (ফউটে) ডিসিপ্লিন সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সর্বশেষ ফাইনাল রাউন্ডে ইংরেজি ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন।
জানা যায়, প্রতিযোগিতার প্রথম রাউন্ড নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে বার্জার রাউন্ড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার বিষয়ে সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত বলেন, ‘করোনায় দীর্ঘ বন্ধের পরে আবার আমরা স্বশরীরে কুইজ প্রতিযোগিতা আয়োজন করতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে।’
শেয়ার