জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস’ প্রোগ্রামে বিজয়ী হয়েছে ‘টিম রেসপ্লেনডেন্ট’। সোমবার (২৮মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এই প্রোগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুই শতাধিক প্রতিযোগির অংশগ্রহণে এবারের অন ক্যাম্পাস প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় এবং ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ ৬ টি টিম এর মধ্যে নিজেদের বিজনেস আইডিয়া উপস্থাপন, ইমপ্লিমেন্টেশন ও প্রেজেন্টেশন এর দক্ষতা প্রকাশের ভিত্তিতে বিজয়ী হন – ‘টিম রেসপ্লেনডেন্ট’।
অন ক্যাম্পাস প্রোগ্রামের ফাইনালে উঠেছিল ৬টি টিম। এরা হলো- টিম প্লান্টকিউ, টিম রেসপ্লেনডেন্ট,টিম প্রোজেক্ট নিউট্রিফাস্ট, দ্যা উইংস অব ফায়ার, টিম উমরু এবং টিম হ্যাপিকার্ট। বিজয়ী টিমের বিজনেস আইডিয়া ছিল- কৃষি পর্যটনের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকশই স্টার্ট আপ গড়ে তোলা।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ৩০০০ টাকা প্রাইজ মানি, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য – প্রফেসর ড. সৌমিত্র শেখর।