Top
সর্বশেষ
ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত দেশে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা

কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিতা  ও চড়ুইভাতি

২৯ মার্চ, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ
কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিতা  ও চড়ুইভাতি
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুর প্রেসক্লাবে ক্যারামবোর্ড টুর্নামেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রেসক্লাবের উদ্যোগে সোমবার রাতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনালে আব্দুল্লাহ আল ফুয়াদ-কামরুজ্জামান রাজু জুটি আব্দুল করিম-সুশান্ত মল্লিক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।  অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে এদিন চ্যাম্পিয়ন ও রানার্স আপ জুটির হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন, মণিরামপুর-কেশবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশেক সুজা মামুন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহম্মদ শফি, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান।
পরে অতিথিবৃন্দ আন্ত: ক্যারামবোর্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আল ফুয়াদ-কামরুজ্জামান রাজু জুটি ও রানার্স আপ আব্দুল করিম-সুশান্ত মল্লিক জুটির হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া এ খেলার সেরা দর্শকের পুরস্কার পান প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী।
শেয়ার