পূবালী ব্যাংক পিএলসি’র কেশবপুর উপশাখায় পূবালী ইসলামিক কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে খুলনা অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক শেখ মো. শামসুদ্দোহা ওই পূবালী ইসলামিক কর্ণারের উদ্বোধন করেন।
ব্যাংকের কেশবপুর উপশাখার ব্যবস্থাপক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, ব্যাংকের মণিরামপুর শাখার শাখা প্রধান মিজানুর রহমান, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দীন ও সহকারী অধ্যাপক মশিউর রহমান। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা জাকারিয়া। উদ্বোধনের মধ্য দিয়ে গ্রাহকেরা এ শাখায় ট্র্যাডিশনাল ব্যাংকিং এর পাশাপাশি শরীয়াভিত্তিক পূবালী ইসলামি ব্যাংকিং সেবাও পাবেন।
এম জি