Top

জবি সায়েন্স ফিকশন সোসাইটির আড্ডা

২৯ মার্চ, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ
জবি সায়েন্স ফিকশন সোসাইটির আড্ডা
জবি প্রতিনিধি :

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট কর্তৃক আয়োজিত সায়েন্স ফিকশন আড্ডা ‘সাই-ফাই আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের কনফারেন্স কক্ষে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

আড্ডার ফাঁকে সায়েন্স ফিকশন কুইজ ২ রাউন্ড শেষে ৩ জনকে পুরষ্কার এবং বাকি ৭ জনকে ব্যাচ ও চাবির রিং প্রদান করা হয়। এছাড়াও সায়েন্স ফিকশন ইন্সট্যান্ট পাবলিক স্পিকিং এর আয়োজন করা হয়। এই সেগমেন্টে ৫ জনকে বিজয়ী হিসেবে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়। এতে বিচারক হিসেবে ছিলেন সংগঠনটির সহসভাপতি রায়হান রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ। সায়েন্স ফিকশন আড্ডায় জবি সায়েন্স ফিকশন সোসাইটির “ভাবনায় বিজ্ঞান” ইভেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার প্রদান করা হয়।

সায়েন্স ফিকশন আড্ডায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএসএফএস-জবি ইউনিটের মডারেটর ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএসএফএস-জবি ইউনিটের উপদেষ্টাগণ পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কুতুবউদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জুলফিকার মাহমুদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কিশোর রায়, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সার্বণী সরকার ও বিএসএফএস সেন্ট্রাল এর দপ্তর সম্পাদক আজহারুল হক ফরাজী।

আড্ডায় অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ও বিশেষ অতিথি অধ্যাপক ড. মোঃ কুতুবউদ্দিন, ড. মোঃ জুলফিকার মাহমুদ, ড. মোস্তাক আহমেদ, সার্বণী সরকার বক্তব্য দেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি জোবায়ের হোসেন রাহাত। এছাড়াও ইউনিটের কার্যক্রমের প্রেজেন্টেশন দেন সংগঠনটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা এবং সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাফিয়া রহমান। সায়েন্স ফিকশন আড্ডায় সংগঠনটির সহসভাপতি রায়হান রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ, কোষাধ্যক্ষ ইব্রাহিম শেখ ও বিজ্ঞান ও সাহিত্য সম্পাদক তামিম মাহমুদ সহ সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার