জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১২ তম আবর্তনের একদল শিক্ষার্থী রাজধানীতে শব্দ দূষণ বিরোধী ক্যাম্পেইন করেছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর গুলিস্তান এ ক্যাম্পেইন করা হয়। শিক্ষার্থীরা তাঁদের কোর্সের অংশ হিসেবে জনসচেতনতামূলক এ ক্যাম্পেইন করেন। মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক বিদ্যুৎ কুমার বালোর নেতৃত্বে শিক্ষার্থীরা এ ক্যাম্পেইন পরিচালনা করে।
Selling and sales management কোর্সের আওতায় মার্কেটিং বিভাগের ভয়েজ অব মার্কেটিং গ্রুপের ১১ জন সদস্য এ ক্যাম্পেইন পরিচালনা করেন। এরা হলেন- সুস্মিতা রায়, আল আবির মো. আরিফ ইসলাম, সাদাত হোসেন শাকিব, সৌরভ দাস, মো. সানি সরকার, আল রাফি আহমেদ নিপুন (লিডার), ফারাহ ফাইয়াজ কাজী, ইশিতিয়াক আহমেদ, সাইজ আলি ভূইয়া, মাহাথির মোহাম্মদ নাহিদ, মো. রাকিবুল ইসলাম শাকিব।
এসময় ক্যাম্পেইন চলাকালীন শিক্ষার্থীরা রাস্তায় বিভিন্ন প্ল্যাকার্ড দিয়ে গাড়িচালকদের সচেতন করেন। শিক্ষার্থীরা বাইক, সিএনজি, প্রাইভেট কার, বাস চালকদের অযথা হর্ণ না বাজাতে অনুরোধ করেন। এছাড়াও হর্ণ বাজানোর অসুবিধা নিয়ে আলোচনা করেন।
গুলিস্তানে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সার্জেন্ট ক্যাম্পেইন নিয়ে বলেন, এ ধরনের ক্যাম্পেইন করার জন্য মার্কেটিং বিভাগের সম্মানিত ফ্যাকাল্টিকে অসংখ্য ধন্যবাদ। প্রচুর পরিমাণে শব্দের কারণে এখানে সাধারণ অনেক মানুষের সমস্যা আমাদের চোখে পড়ে। এ মোড়ে দাঁড়িয়ে আমরা সেইটা প্রায়শই দেখি। এখন হর্ণ বাজানো একটা ফ্যাশনে পরিণত হয়েছে। মানুষের কাছে সচেতনতা আরও বাড়াতে হবে। যদি এমন ক্যাম্পেইন আরও করা যায় তাহলে আমরা সর্বাধিক সাহায্য করব।
ক্যাম্পেইন নিয়ে সাধারণ পথযাত্রী বলেন, এ ক্যাম্পেইন যারা করছেন উনাদের এমন ক্যাম্পেইন আরও করা উচিত। ছাত্র-ছাত্রীদের কাছে আমার একটা সাজেশন তারা যেনো বিআরটিএ তে গিয়ে ওখানকার কর্তব্যরত সকলের সঙ্গে কথা বলে আর এই সচেতনতা ছাড়া যেনো লাইসেন্স দেওয়া না হয়। এই মেসেজ যেনো পাঠিয়ে দেয়।
ক্যাম্পেইনে অংশ নেওয়া ভয়েজ অব মার্কেটিং গ্রুপের সদস্য আল আবির মো. আরিফ ইসলাম বলেন, বাংলাদেশের পুরাতন মহামারি এই শব্দ দূষণ। এটি প্রতিকারের একমাত্র ভ্যাক্সিন হলো সাধারণ জনগণের সচেতনতা। আমাদের এ ক্যাম্পেইনে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি গাড়ি চালক, রিক্সচালক সহ যাত্রীদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করার জন্য।