Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

দেশের বাহিরে শতাধিক হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

০৩ এপ্রিল, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
দেশের বাহিরে শতাধিক হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’
বিনোদন ডেস্ক :

বাংলাদেশের সিনেমার জন্য বড় সুখবর  নিয়ে আসলো পাপ পুণ্য। একসঙ্গে ১০০‘র বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশের সিনেমা ‘পাপ পুণ্য’। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমা আগামী ২০ মে (সম্ভাব্য) বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার শতাধিক হলে মুক্তি পাবে বলে জানা গেছে। খবরটি নিশ্চিত করেছে এর আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

এর আগেও বাংলাদেশের বেশ কিছু সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পেয়েছে। তবে একসঙ্গে এত বেশি হলে কখনো মুক্তি পায়নি। সেক্ষেত্রে নতুন মাইলফলকে ‘পাপ পুণ্য’। এর আগে সর্বোচ্চ ১৬টি আন্তর্জাতিক থিয়েটারে একসঙ্গে মুক্তি পেয়েছিল ‘ঊনপঞ্চাশ বাতাস’।

বিষয়টি নিয়ে স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, “এটাই সেই স্বপ্ন যা এতদিন অবিশ্বাস্য ছিল, অবশেষে বাস্তব হচ্ছে। আমাদের পরিবেশনায় ১৬ নম্বর সিনেমাতেই আমরা একযোগে ১০০ থিয়েটারে বাংলাদেশের সিনেমা মুক্তি দেয়ার মাইলফলক স্পর্শ করছি। এ বছরের শুরুতে আমরা ঘোষণা দিয়ে রেখেছিলাম, ২০২২ এ আমাদের মুক্তি দেয়া প্রতিটি সিনেমা ১০০’র বেশি উত্তর আমেরিকান থিয়েটারে একসঙ্গে মুক্তি পাবে। অবশেষে ‘পাপ পুণ্য’ মুক্তির মাধ্যমে এটি শুরু হচ্ছে। এখন থেকে উত্তর আমেরিকায় বসবাস করা মোটামুটি প্রায় সব বাংলাদেশি সিনেমার দর্শক তাদের পাশের কোনো একটি AMC, REGAL, CINEMARK বা CINEPLEX থিয়েটারে যেয়ে বাংলাদেশের সিনেমা উপভোগ করতে পারবেন।”

বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার শতাধিক হলে মুক্তি পাবে ‘পাপ পুণ্য’

‘পাপ পুণ্য’ সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সম্প্রতি সিনেমাটির উত্তর আমেরিকা পরিবেশনা নিয়ে ইমপ্রেস ও স্বপ্নের মধ্যে চুক্তিস্বাক্ষর হয়। এ সময় ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপনন বিভাগের পরিচালক ইবনে হাসান খান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’-এর প্র্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

উল্লেখ্য, ‘পাপ পুণ্য’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, শাহনাজ সুমিসহ অনেকেই। কয়েকদিন আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়। যা দর্শকদের কাছে দারুণ প্রশংসা পায়। শিগগিরই সিনেমাটির টিজার ও গান প্রকাশ হবে বলে জানা গেছে।

শেয়ার