Top
সর্বশেষ

ফরিদপুরের ঊর্ধ্বমুখী বাজার

০৪ এপ্রিল, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
ফরিদপুরের ঊর্ধ্বমুখী বাজার
ইয়াকুব আলী তুহিন, ফরিদপুর :

রমজান মাস সামনে রেখে ফরিদপুরের বাজার এখন জমে উঠে নাই। রমজান মাস উপলক্ষে বাজারে এখনও প্রভাব পড়েনী। কিন্তু রমজান মাসে ব্যবহৃত ভোজ্যতেল,মুড়ি পেয়াজবুটসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দাম যেন আকাশ ছোয়া হয়ে যাচ্ছে।

ব্যবসায়ী আকরাম হোসেন জানান, বাজারে রমজানের প্রভাব এখনও লক্ষ করা যায় না। তবে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম দিন দিন বেড়েউ চলেছে। ভোজ্যতেল (সয়াবিন) বোতলজাত প্রতি লিটারে বেড়েছে ১৬ টাকা পাইকারী দরে, সরিষা বেড়েছে লিটারে ১০ টাকা। চালের দাম বৃদ্ধির কারনে মুড়ির দাম কেজি প্রতি ৫ টাকা বেড়েছে। বুটের দাম এখনও স্থির।

বাজারে উঠেছে মুড়িকাটা পেয়াজ। কোথাও পিয়াজ তোলা হচ্ছে, কোথাও পিয়াজ কাটা হচ্ছে, কোথাও বা শুকানো হচ্ছে, কোথাও বস্তাবন্দী করা হচ্ছে। এরপরে তা ট্রাকে তুলে নেয়া হচ্ছে ঢাকাসহ অন্যান্য জেলায়। ফরিদপুরের বিস্তির্ন কৃষি জমি আর চর এলাকা জুরে এমন দৃশ্য চোখে পড়বে সবার।

গত সপ্তাহে কৃষক মুড়িকাটা পেয়াজ পাইকারী বিক্রি করছেন ৩০/৩২ টাকা কেজি। এই সপ্তাহে পেয়াজের এই দাম বেড়ে ৫০/৫৫ টাকা। ১ সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫টাকা। সাধারণ ক্রেতারা খুবই সন্দিহান। রমজানের বাজার কি আদ্যেই স্থির থাকবে নাকি পাগলা ঘোড়ার ন্যায় দৌড়াবে। যেভাবে নিত্যপন্যের দাম বেড়ে চলেছে।

শেয়ার