Top

ইরানি সিনেমাতে জয়া আহসান

০৪ এপ্রিল, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
ইরানি সিনেমাতে জয়া আহসান
বিনোদন ডেস্ক :

জয়া মানে অন্যকিছু। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে জয় করেছেন ওপার বাংলাও। কলকাতার সিনেমায় গড়ে তুলেছেন নিজের শক্ত অবস্থান। শীর্ষ অভিনেত্রীদেরকে টপকে জিতে নিচ্ছেন পুরস্কার। যুক্ত হয়েছেন বলিউদের প্রজেক্টেও।

এবার জয়া কাজ শুরু করেছেন ইরানি চলচ্চিত্রে। তার নাম মুর্তজা অতাশ জমজম। ইতোপূর্বে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন।

সম্প্রতি জয়াকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করেছেন এই নির্মাতা। সিনেমার নাম রাখা হয়েছে ‘ফেরেশতে’। এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জয়া আহসান। ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছবিটির শুটিং। সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে আছেন রিকিতা নন্দিনী শিমু।

গত ১৩ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ছবিটি শুট অনুমতি পান মুর্তজা অতাশ জমজম ও তার দল। তারপর থেকে তারা ঢাকার নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরার সোলমাইদ এলাকায় কাজ শুরু করেন।

সোমবার (৪ এপ্রিল) সোলমাইদ এলাকায় গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েন জয়া আহসান সহ সিনেমার টিম মেম্বারা। এরপরই বিষয়টি সবার নজরে আসে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়েও পাওয়া গেল তাদের অনুমতি পত্রের কপি।

জানা গেছে, টানা ২০ দিন ‘ফেরেশতে’ সিনেমার শুটিং হবে। তবে বিষয়টি একেবারেই গোপন রাখতে চাইছেন নির্মাতা ও শিল্পীরা।

প্রসঙ্গত, জয়া আহসান গত ১৭ মার্চ ভারতের ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। এ নিয়ে তিনবার তিনি এই সম্মাননা পেয়েছেন।

শেয়ার