Top
সর্বশেষ

রাজবাড়ী থেকে ইয়াবাসহ যুবক আটক

০৪ এপ্রিল, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
রাজবাড়ী থেকে ইয়াবাসহ যুবক আটক
মিঠুন গোস্বামী, রাজবাড়ী :

রাজবাড়ী সদর থানা এলাকা থেকে ইয়াবাসহ মোঃ শামীম মন্ডল(২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (৪ এপ্রিল ) সদর থানা এলাকার চর নারায়নপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ শামীম মন্ডলবরাজবাড়ী সদর থানাধীন মিজানপুর ইউনিয়নের বড় চর বেনীনগর এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাম্মেল হক অফিসার এএসআই মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন চর নারায়নপুর সাকিনস্থ চর নারায়ানপুর চৌরাস্তায় জনৈক মোঃ তাবুল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর উপর হইতে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার মূল্য অনুমান ১৫০০০/- (পনের হাজার) টাকা।

আসামির স্বীকারোক্তিতে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করেন।

পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার