Top

লাকড়ি কুড়াতে গিয়ে নদীতে ডুবলো শিক্ষার্থী

০৪ এপ্রিল, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
লাকড়ি কুড়াতে গিয়ে নদীতে ডুবলো শিক্ষার্থী
মোঃ আব্দুল হান্নান রঞ্জন, নেত্রকোণা :

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কামারখালি এলাকার সোমেশ^রী নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

আজ সোমবার বেলা ১২টার দিকে সে নিখোঁজ হয়। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ শিক্ষার্থীর নাম মোহাম্মদ জিহাদ (১৫)। সে দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসায় লেখাপড়া করত।

স্থানীয়রা জানান, সোমেশ্বরী নদী দিয়ে প্রতিবছর পাহাড়ি ঢলের সঙ্গে উজানের গাছপালা ভেসে আসে। এলাকাবাসি তা কুড়িয়ে নিয়ে জ্বালানী হিসেবে ব্যাবহার করেন।

সোমবার দুপুর ১২টার দিকে একটি গাছ ভেসে আসতে দেখে জিহাদ নদীতে নামে। এরপর সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা তা দেখে দুর্গাপুরের ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা প্রায় চার ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। কিন্তু জিহাদের কোনো সন্ধান পাননি তারা।

দুর্গাপুরের ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শফিকুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করেও শিশুটির সন্ধান পাইনি। ময়মনসিংহের ডুবুরি দলকে খবর পাঠিয়েছি। তারা এসে আবার উদ্ধার তৎপরতা শুরু করবেন।

 

শেয়ার