Top

ইউক্রেনে পরিবারের সদস্যসহ মেয়রের হাত বাঁধা মরদেহ উদ্ধার

০৫ এপ্রিল, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ
ইউক্রেনে পরিবারের সদস্যসহ মেয়রের হাত বাঁধা মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে হাত বাঁধা পাঁচ বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে স্থানীয় মটিজিন গ্রামের মেয়র, তার স্বামী ও ছেলের মরদেহও রয়েছে। খবর এএফপির।

মেয়রসহ চারটি মরদেহ ইউক্রেনীয় এক পুলিশ সদস্যের বাড়ির পাশের পাইন বনের একটি কবরে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। বাকি মরদেহটি বাগানের একটি কুয়ায় পড়েছিল। সবগুলো মরদেহেরই পিঠের পিছনে হাত বাঁধা ছিল।

পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সী মেয়র ওলগা সুখেঙ্কো, তার স্বামী ও তাদের ছেলেকে রাশিয়ার সৈন্যরা গত ২৪ মার্চ অপহরণ করে। ওই এলাকার বাসিন্দাদের মতে, মেয়র ও তার স্বামী রুশ বাহিনীর আক্রমণের বিরোধিতা করায় তাদের অপহরণ করা হয়েছে।

এদিকে গত ১১ মার্চ, দক্ষিণ ইউক্রেনের শহর মেলিটোপোলের মেয়রকে রুশ সেনারা অপহরণ করে। তবে কয়েকদিন পরই তিনি মুক্তি পান।

অন্যদিকে, মটিজিন গ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরের শহর বুচার রাস্তায় ছড়ানো-ছিটানো অবস্থায় বেসামরিক লোকদের মরদেহ পাওয়া গেছে। একই সঙ্গে সেখানে পাওয়া গণকবর রুশ বাহিনী কর্তৃক ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগের জন্ম দিয়েছে।

শেয়ার