অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন একের পর এক সুযোগ হারিয়েছে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এক জোড়া ক্যাচ ছেড়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ।
অস্ট্রেলিয়ান ওপেনার উইল পুকোভস্কি যখন ২৬ রানে ব্যাট করছিলেন তখন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বল তার ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে যায়। আর সেই বলটি তালুবন্ধি করতে ব্যর্থ হন পন্থ।
এরপর আবারও পুকোভস্কির ক্যাচ ছেড়ে দেন পন্থ। মোহাম্মদ সিরাজের একটি বাউন্সার খেলতে গিয়ে ব্যাটে লেগে তা হাওয়ায় ভাসতে থাকে। সহজ এই ক্যাচটি ধরতে পারেননি পন্থ। এমন দৃশ্য দেখার পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলে দিলেন, ক্যাচ মিসে উইকেটকিপারদের মধ্যে পন্থই সেরা।
প্রথম দিনের খেলা শেষে পন্টিং বলেন, আজকের ম্যাচে ঋষভের ক্যাচ দুটি ধরা উচিত ছিল। তবে তার ভাগ্য ভালো পুকোভস্কি শতক বা ডাবল শতক করতে পারেনি। কিপিংয়ে ঋষভকে আরও মনোযোগী হতে হবে। তার আরও উন্নতি প্রয়োজন।