রুপি-রুবল পদ্ধতিতে ভারতীয় আমদানিকারকরা ভারতে থাকা রুশ ব্যাংকগুলোতে রুপিতে মূল্য পরিশোধ করবে এবং ব্যাংকগুলো রুশ রপ্তানিকারকদের রুবলে অর্থ প্রদান করবে।
যেহেতু ভারতে রাশিয়া থেকে রপ্তানি করা পণ্যের থেকে আমদানি করা পণ্যের পরিমাণ বেশি। তাই রুশ ব্যাংকগুলোতে জমা হওয়া রুপিগুলো ভাঙানোর পথ হলো ভারত থেকে রাশিয়াতে রপ্তানি বাড়ানো।
সে ক্ষেত্রে ভারতকে কৃষি যন্ত্রপাতি, ওষুধ, ফার্নিচার, বাথরুম ফিটিংস এবং অন্যান্য সামগ্রী রপ্তানি বাড়াতে হবে রাশিয়ায়। ভারতে যারা এ ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন বাজার খুঁজছে, তাদের জন্য এটি নতুন সুযোগ।