Top
সর্বশেষ

আশুলিয়ায় ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই

০৫ এপ্রিল, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ
আশুলিয়ায় ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই
সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী। এছাড়া আশুলিয়া থানার ফেইসবুক আইডিতে উদ্ধারকৃত মাদকের ছবি পোস্ট করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে পিকআপটি তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ইয়াবাসহ আটকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে তারা দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চালান সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

পুলিশ জানায়, একটি পিঁয়াজ ভর্তি পিকআপে করে মাদকের বড় চালান আসার খবর পেয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় একটি পিঁয়াজ ভর্তি পিকআপে অভিনব কায়দায় লুকানো ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে দুইজনকে গ্রেফতার করে র‌্যাব। রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

এব্যাপারে আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলামকে একাধিকবার ফোন করা হলে কাউকেই পাওয়া যায় নি।

শেয়ার