Top

ভোলায় ৩৬ দিনে ৬৪২ জেলের জেল-জরিমানা

০৫ এপ্রিল, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
ভোলায় ৩৬ দিনে ৬৪২ জেলের জেল-জরিমানা
ভোলা প্রতিনিধি :

ভোলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেতুঁলিয়া নদীতে জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার সময় অভিযান চালিয়ে ৩৬ দিনে ৬৪২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ।

এসময় জেলেদের কাছ থেকে ১৪ লক্ষ মিটার কারেন্ট জাল, ৪’শ বেহেুন্দি ও মশারীসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ও প্রায় ৭ টন মাছ জব্দ করা হয়েছে। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ১১২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ও ৫৩০ জেলেকে জরিমানা করা হয়।

এ বিষয়টি ভোলা জেলা মৎস্য অফিসার এস এম আজহারুল ইসলাম নিশ্চিত করে বলেন, গত ১ মার্চ থেকে ৫ এপ্রিল পযর্ন্ত মৎস্য বিভাগ, পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৬৪২ জেলেকে আটক করেন।

পরে আটক জেলেদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১১০ জেলে ও লালমোহন উপজেলায় ২ জেলেকে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। এবং ভোলা সদর ১৫২
জেলে, দৌলতখান ৯১ জেলে, বোরহানউদ্দিন ১৮ জেলে, তজুমদ্দিন ৭১ জেলে, লালমোহন ৩১ জেলে ও চরফ্যাশন উপজেলায় ১৬৭ জেলেকে জরিমানা করা হয়।

তিনি আরো জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পযর্ন্ত ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহাবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও তেতঁলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পযর্ন্ত ১০০ কিলোমিটার এলাকায় দুই মাস সকল প্রকার মাছ ধরার উপর সরকারী ভাবে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

 

শেয়ার