Top
সর্বশেষ

পাংশায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

০৬ এপ্রিল, ২০২২ ২:০০ অপরাহ্ণ
পাংশায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা পৌর এলাকার কুড়াপাড়া রেলক্রসিংয়ে বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে নয়টা নাগাদ রাজশাহী গামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভ্যান চালকের মনিরুল ইসলাম (৩৫) মৃত্যু হয়েছে।

নিহত মনিরুল ইসলাম পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর পাড়া গ্রামের মতিন খানের ছেলে।

স্থানীয়রা জানায়, মনিরুল রেল ক্রসিং দিয়ে ভ্যান নিয়ে পার হচ্ছিল। রেল ক্রসিংয়ে কোন গেটম্যান নেই আর মনিরুল শ্রবণ প্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেন আসার শব্দ শুনতে পায়নি। আশপাশের লোকজন চিৎকার করলেও মনিরুল শুনতে পায়নি। এ সময় গোপালগঞ্জ টুংগীপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, আমরা ঘটনাটি শুনতে পেয়েছি। ঘটনাস্থলে আমাদের অফিসার গিয়েছে, মরদেহটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার