নওগাঁর পত্নীতলায় আমবাগানগুলোতে দেখা যাচ্ছে গুটি গুটি আম। ভালো ফলনের সম্ভাবনায় বেড়েছে আমচাষীদের ব্যস্ততা।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গত বছর ৫ হাজার ২ শত হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৭শত ৫০ হেক্টর।
আম উৎপাদনে বিখ্যাত জেলা চাপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে আমের রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করেছে নওগাঁ। এর মধ্যে গত কয়েক বছর ধরে সাপাহার উপজেলায় আমচাষ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পত্নীতলা ও সাপাহার বরেন্দ্র অঞ্চলের মধ্যে অন্যতম উপজেলা। ধান উৎপাদন প্রধান ফসল হলেও ক্রমেই বাড়ছে আমের চাষ। আম বাগানগুলোর প্রায়ই বনেদি জাতের ও বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, আমরুপালী ও মল্লিকা জাতেরই আমচাষ বেশি হচ্ছে।
উপজেলার মধইল বাজার সংলগ্ন এলাকার সোহেল রানান(সুইট) জানান, ৬ বিঘা জমিতে আম্রপালি, বারিফোর, ল্যাংড়া ও ফজলি জাতের আমের বাগান করেছেন তিনি। সব গাছে আম ধরতে শুরু হয়েছে। আবহাওয়া অনূকূলে থাকলে এ বছর ভালো ফলন হবে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার জানান, প্রায় সব গাছেই আম আসতে শুরু করেছে। এখন পর্যন্ত কোন রোগ দেখা দেয়নি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমচাষীরা লাভবান হবেন। আমরা সব সময় কৃষকদের সুপরামর্শ দিয়ে যাচ্ছি।