Top
সর্বশেষ

গত তেরো বছরে একজন লোকও দেশে না খেয়ে মারা গেছে প্রমাণিত হলে মন্ত্রীত্ব ছেড়ে দেবো: কৃষিমন্ত্রী

০৭ এপ্রিল, ২০২২ ২:০৯ অপরাহ্ণ
গত তেরো বছরে একজন লোকও দেশে না খেয়ে মারা গেছে প্রমাণিত হলে মন্ত্রীত্ব ছেড়ে দেবো: কৃষিমন্ত্রী
আহমেদ পিয়াল, মানিকগঞ্জ  :

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, গত এই তেরো বছরে শেখ হাসিনার আমলে সারাদেশে একজন লোক না খেয়ে মরছে এমন তথ্য যদি কোনো সাংবাদিক প্রমাণ করতে পারেন তবে আমি কৃষিমন্ত্রীত্ব ছেড়ে দেবো।

দেশে কিছু সুশীল সমাজের লোক, সাংবাদিক ও বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তো আছেই। সারাদিন কোরাছ গাইতেছে দেশ ভাইসা গেলো, দেশ ডুইবা গেলো, দেশের মানুষ না খেয়ে মইরা গেল।  যেন দেশে দুর্ভিক্ষ লেগে গেছে। শকুনেও লাশ খেয়ে শেষ করতে পারতেছেনা।

বৃহষ্পতিবার (৭ এপ্রিল) সকালে মানিকগঞ্জের ঘিওরের বাগ বানিয়াজুরি এলাকায় ব্রি ধান২৯ জাতের বীজ উৎপাদনকারী ব্লকের কৃষকদের সাথে মতবিনিময়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, চব্বিশ হাজার কোটি টাকা আমাদের খরচ করতে হয় দেশে  ভোজ্য তেল আমদানি করতে। যা বর্তমানে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দাম এখন বৃদ্ধি পেয়েছে। আগে যার মূল্য ছয়’শ ডলার প্রতি টন ছিল এখন সেটা বেড়ে আঠারো’শ থেকে দুই হাজার ডলারে পৌঁছে গেছে। তেলের উৎপাদন বাড়ানোর জন্য সরিষার জাত আনা হয়েছে। যাতে করে আমাদেরকে আর চব্বিশ হাজার কোটি টাকা তেল আমদানিতে খরচ করতে না হয়। অন্তত চব্বিশ হাজার কোটি টাকা না হলেও দশ থেকে বারো হাজার কোটি টাকা আমদানি খরচ কমাতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বেনজির আলম, কৃষি মন্ত্রণালয় সচিব মোঃ সায়েদুল ইসলাম, বিরি’র মহাপরিচালক ড. শাহজাহান,  জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ কৃষি মন্ত্রণালয় ও সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

শেয়ার