পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিসেস সাফিয়া (৩২) নামের এক নারীর রক্তের গ্রুপ পরীক্ষায় ভুল রিপোর্টের দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারী উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আবু সাইদ শেখের স্ত্রী।
ভুক্তভোগী ওই নারী জানান, তিনি অসুস্থ হলে গত ৩১ মার্চ তার চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসক ঈশিতা সাধক নিপু তার রক্তের গ্রুপ পরীক্ষার জন্য স্বাস্থ্য কমেপ্লক্সের প্যাথলজি বিভাগে নির্দেশ দেন। সেখানে পরীক্ষায় তার রক্তের গ্রুপ পরীক্ষায় ‘ও’ পজেটিভ আসে। বিষয়টি তার সন্দেহ হলে পরে তিনি স্থানীয় ৩টি প্রাইভেট ডায়াগনিস্টিক সেন্টারে পৃথক ভাবে রক্তের গ্রুপ পরীক্ষা করান। তাতে ‘এ’ পজেটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিয়ে তিনি বিপাকে পড়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান জানান, ওই নারীর আবারও রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগ এমন ভুল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।