Top
সর্বশেষ
বিক্রি হবে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার দুর্বল ব্যাংকের গ্রাহকরা ধাপে ধাপে টাকা ফেরত পাবেন: গভর্নর ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ ১০ লাখের বেশি বিদেশি বিনিয়োগ ব্যাংকিং চ্যানেলে বাধ্যতামূলক সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি মহার্ঘ ভাতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা আজ নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ’র বৈঠক তিন লাখেরও বেশি ফিলিস্তিনি ফিরেছেন উত্তর গাজায় আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কামরুল গ্রেফতার

৯২টি লাক্ষা মাছ ২০ লাখ টাকায় বিক্রি

১৬ মার্চ, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ
৯২টি লাক্ষা মাছ ২০ লাখ টাকায় বিক্রি

পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে যাওয়া একটি ট্রলারের জেলেদের জালে ধরা পড়েছে ৯২টি লাক্ষা মাছ। যার প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজির মধ্যে। ৯২টি লাক্ষা মাছ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) রাতে এই মাছ পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রে পাইকারি ক্রেতাদের কাছে ২০ লাখ টাকায় বিক্রি করা হয়। ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল ফকিরের ট্রলারে মাছগুলো ধরা পড়ে।

জেলেরা জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুই বার জাল ফেলে ৯২টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন তারা। মাছগুলোর প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজি পর্যন্ত। একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে, এবার সাগরে গিয়ে মাত্র ৫ দিনের মধ্যেই মাছ শিকার করে পাড়েরহাট মৎস্য বন্দরে ফিরে আসতে পেরেছেন তারা।

ট্রলারের মালিক দুলাল ফকির বলেন, পরপর কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে লোকসান হয়েছে। এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার আবু আলী বলেন, এই মৎস্য বন্দরের সমুদ্রগামী ট্রলারে দুই টানেই ৯২টি লাক্ষা মাছ ধরা পড়েছে। যার প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজির মধ্যে। ৯২টি লাক্ষা মাছ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, গত শুক্রবার রাতে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দামও বেশি।

বিএইচ

শেয়ার