সিরাজগঞ্জের যমুনা নদীতে অসময়ে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর তীরবর্তী ৫টি উপজেলার নিম্নাঞ্চলের আরো প্রায় সাড়ে ৩’শ একর জমির কালো বোরো ধানসহ অনান্য ফসল ডুবে গেছে। কয়েকদিন আগে যমুনা অভ্যান্তরের নিম্নাঞ্চলের ৩’শ বিঘা জমির ধান ডুবে যায়।
এ নিয়ে প্রায় সাড়ে ৭’শ বিঘা জমির ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। এতে এ অঞ্চলের কৃষকেরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। স্থানীয়
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় ২ সপ্তাহ ধরে যমুনা ও তার শাখা নদী করতোয়া, বড়াল ও হুড়াসাগর নদীতে এখন পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনাসহ এসব নদীতে ক্রমাগতভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের চৌহালী, বেলকুচি, শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর অভ্যান্তরে নিম্নাঞ্চলের কালো বোরো ধানসহ অনান্য ফসল তলিয়ে গেছে। এরমধ্যে চৌহালী, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তবে জোয়ারের টানে নদীতে পানি বাড়লেও আতংকের কারণ নেই।
স্থানীয় কৃষকেরা বলছেন, অসময়ে যমুনা নদীসহ ওই শাখা নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কালো বোরো ধান ও তিল, কাউন, বাদামসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অনেক কৃষক গো-খাদ্য হিসেবে এ কাঁচা ধান কেটে
নিচ্ছে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আ জা মু আহসান শহীদ সরকার বলেন, অসময়ে যমুনা নদীতে
প্রায় ২ সপ্তাহ ধরে ক্রমাগতভাবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নদীর তীরবর্তী নিচু এলাকার প্রায় সাড়ে ৭’শ বিঘা (১’শ হেক্টর) জমির কালো বোরো ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এ অঞ্চলের কৃষকের। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ফসলের আরো ক্ষতি হবে বলে তিনি উল্লেখ করেন।