সিরাজগঞ্জের ধানবান্ধী এলাকায় অভিযান চালিয়ে শেরপুরের শ্রীবরদী থানার আলোচিত ব্যাটারিচালিত অটোরিকশাচালক শহিদ মিয়া হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস মামলার অন্যতম আসামি মো. সৌরভ আলীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার সঙ্গে থাকা ২টি মোবাইল জব্দ করা হয়।
শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে র্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মো. সৌরভ আলী শেরপুর জেলার বেকীকুড়া গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শেরপুরের শ্রীবরদী থানাধীন গোসাইপুর ইউনিয়নের উত্তর গিলাগাছা এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক শহিদ মিয়াকে গুরুতর আঘাত করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে নৃশংসভাবে খুন করে। এরপর লাশ গুম করার উদ্দেশ্যে ধানক্ষেতের ভেতর ফেলে রাখে এবং ব্যাটারিচালিত অটোরিকশাটি শ্রীবরদী থানা এলাকার গড়জরিপা ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে অটোরিকশায় থাকা পাঁচটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা অলি মামুদ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিএইচ