সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ গৃহবধূ শিল্পী খাতুনের এক মাসেও মেলেনি কোন খোঁজ। হতাশায় দিন কাটচ্ছে স্বামী সন্তানসহ পরিবারের লোকজনদের। নিখোঁজ গৃহবধূ শিল্পী উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষিবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনছুর আলীর স্ত্রী।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ৩ ডিসেম্বর বেলা ১১ টার দিকে নিজ গ্রাম থেকে নিখোঁজ হয় শিল্পী খাতুন। স্বামী মুনসুর আলী বলেন পরিচিত পরিজন ও আত্মীয় স্বজনরা সকলে মিলে খোঁজাখুজি করেও কোন সন্ধান মেলেনি স্ত্রী শিল্পীর। স্ত্রী শিল্পীকে খুঁজে পাওয়ার আশা স্বামী মুনসুর আলী বাদি হয়ে ০৬/১২/২৪ইং তারিখে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে, যাহার জিডি নং ২৫৩।’
স্বামী মুনসুর আলী কান্নাজনিত কন্ঠে প্রতিবেদককে বলেন রায়গঞ্জ থানা, র্যাব ১২, সহ অনেক জায়গায় স্ত্রীর সন্ধানে আবেদন করেছি । তবে এক মাসের বেশি হয়ে গেল, এখনো মিলছে না গৃহবধূ শিল্পীর খোঁজ।
এবিষয়ে রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। নিখোঁজ গৃহবধূ শিল্পী খাতুনকে উদ্ধারের চেষ্টা চলছে।
এম জি