Top

কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন

১৩ জানুয়ারি, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধি :

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব এবং ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার ও শিশুদের বিভিন্ন প্রকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস ও পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাকির হোসেন।

আরও বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সম্রাট হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর।

বিএইচ

শেয়ার