পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে (এনএ) অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় দেশটির পার্লামেন্টের অধিবেশনে সংসদ সদস্যদের ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
এর আগে, প্রধানমন্ত্রী নির্বাচনে সোমবার সকাল ১১টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। জাতীয় পরিষদের সচিবালয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রোববার দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। পরে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।
নতুন সূচি অনুযায়ী, দেশটির সংসদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার দুপুর ২টায়।
সূত্র: জিও নিউজ।