Top

করোনায় পর্যটন খাতের ক্ষতি ৬০ হাজার কোটি টাকা

১০ এপ্রিল, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
করোনায় পর্যটন খাতের ক্ষতি ৬০ হাজার কোটি টাকা

করোনা মহামারির ফলে দেশের পর্যটন খাতের ৬০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

বুধবার (১০ এপ্রিল) বিআইডিএস মিলনায়তনে ‌‘দ্যা কোভিড-১৯ প্যানডামিক অ্যান্ড দ্যা হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিআইডিএসের সিনিয়র রিচার্স ফেলো মোহাম্মদ ইউনুস প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় বিআইডিএস মহাপরিচালক বিনায়ক সেন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, করোনা মহামারির কারণে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরের ক্ষতি টাকার অঙ্কে প্রায় ৬০ হাজার কোটি টাকা।

প্রতিবেদনে উঠে এসেছে, মহামারি না থাকলে মোট মূল্য সংযোজনের ক্ষেত্রে এ খাত দেড় ট্রিলিয়ন মার্কিন ডলার অবদান রাখতো। মোট ক্ষতির মধ্যে পরিবহনে ৪০ শতাংশ, হোটেলে ২৯ শতাংশ এবং রিসোর্ট ও রেস্তোরাঁয় ক্ষতি ২৫ শতাংশ। করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পরিবহন খাতে।

শেয়ার