Top

যমুনা নদীতে জাটকা মাছ নিধন, ১০ জেলেকে জরিমানা

১১ এপ্রিল, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
যমুনা নদীতে জাটকা মাছ নিধন, ১০ জেলেকে জরিমানা
হাসান সিকদার, টাঙ্গাইল :

উজান থেকে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গত কয়েক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে অসাধু কিছু জেলে যমুনা নদীতে অবৈধ চায়না (আপা) জাল ব্যবহার করে জাটকা নিধন শুরু করেছেন।

এমন গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার (১১ এপ্রিল) দিনব্যাপী উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান জাটকা ধরা বন্ধে নদীতে অভিযান চালায়।

এসময় অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক ও জব্দ করেন অবৈধ চায়না জাল। এই অভিযানে সহযোগিতা করেন গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। এরপর গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম।

এসময় আটককৃত ১০ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ৬টি চায়না জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম জানান, নদীতে অবৈধ চায়না জাল দিয়ে জাটকা নিধন বন্ধে প্রশাসন তৎপর। জাটকা ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে  ক্লিক করুন

আরও খবর জানতে ক্লিক করুন

শেয়ার