টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে শিশু শিক্ষার্থীদের ক্লাশ টেস্ট নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। এসময় তিনি ক্লাসের কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সরকারি মডেল প্রাইমারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে শিক্ষা উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার ক্লাশ টেস্ট নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের শিক্ষা উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকারি স্কুলের শিশুরা ঝড়ে পরেছে কোভিডের সময়টায় বেশি। কোভিডের সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্যান্য স্কুলগুলো খোলা ছিল। এছাড়া অনেকগুলো জায়গা রয়েছে যারা সরকারি চাকুরি করেন তাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসার যে সময়টা প্রাইমারী স্কুলের সময়ের সাথে তাদের মিলে না। এর ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়ে গেছে।
তিনি আরো বলেন, সরকারি স্কুলগুলোতে আরো অনেক সমস্যা রয়েছে, যার অন্যতম হচ্ছে কিছু কিছু সরকারী স্কুলগুলো ভালোভাবে চলে না। এ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনজে