Top

চাঁদা না দেওয়ায় মাছের ঘেরের বেঁড়ি বাধ কেটে দেওয়ার অভিযোগ

১২ এপ্রিল, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
চাঁদা না দেওয়ায় মাছের ঘেরের বেঁড়ি বাধ কেটে দেওয়ার অভিযোগ
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে চাঁদার টাকা না দেওয়ায় প্রতিপক্ষরা রবিউল ইসলাম নামে এক মাছের ঘের ব্যবসায়ীর বেঁড়ি বাধ কেটে দিয়েছে। ঘেরের বেঁড়ি কেটে দেওয়াসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ এনে সোমবার বিকেলে রবিউল ইসলাম কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। মাছের ঘের ব্যবসায়ী রবিউল ইসলাম খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের সৈয়দ আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে রবিউল ইসলাম বলেন, কেশবপুরের বিলখুকশিয়ার বিলে তার ১৭০ বিঘা জমির একটি মাছের ঘের রয়েছে। তার কাছে কেশবপুরের কানাইডাঙ্গা গ্রামের ইউপি মেম্বার আব্দুর রশিদ, হাড়িয়াঘোপ গ্রামের সবুজ হোসেন, আড়ুয়া গ্রামের ইউপি মেম্বার সেলিম হোসেনসহ ১০/১২ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এতে তিনি রাজি না হওয়ায় পথেঘাটে সবসময় তাকে ভয়ভীতি, হুমকি-ধামকি দেওয়াসহ ঘেরের ক্ষয়ক্ষতি অব্যাহত রাখে। এ ঘটনায় তিনি শনিবার কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানায় সাধারণ ডায়েরি করার জের ধরে গত শনিবার বেলা ১১টায় ওই ব্যক্তিরা লোকজন নিয়ে তার মাছের ঘেরে অনধিকার ঢুকে ঘেরের পশ্চিম পাশের ১০/১২ হাত বেঁড়ি বাধ কেটে মাছ বের করে দিয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় ঘেরের কর্মচারীরা বাধা দিলে তাদেরকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়। পরে ঘেরের পাড়ের বস্তায় রাখা দেড় লাখ টাকার প্রায় ১২ মণ সাদা ও চিংড়ি মাছ, ঘেরের টোংঘরের সোলার প্যানেল, ব্যাটারী, নেট, ডিজেলসহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে চলে যায়। ঘটনা উল্লেখ করে তিনি ওই ব্যক্তিদের নামে কেশবপুর থানায় ও র‍্যাব-৬ লবনচোরা খুলনার অধিনায়ক বরাবরে পৃথক অভিযোগপত্র দাখিল করেছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মাছের ঘের ব্যবসায়ী রবিউল ইসলাম।

অভিযোগের বিষয়ে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের ইউপি মেম্বার সেলিম হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি মিথ্যা। ওই ঘের নিয়ে স্থানীয় ছেলেপেলেদের সাথে ঝামেলা চলছে। #

শেয়ার