Top

টাঙ্গাইলে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

১২ এপ্রিল, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের সদরে ৩৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে উপজেলার আশেকপুর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিন উপজেলার কালিকাপুর গ্রামের আলী আক্কাসের ছেলে মান্নান হোসেন (২২), একই জেলার চৌদ্দগ্রাম উপজেলার অলিপুর গ্রামের মৃত আঃ হানিফের ছেলে শামীম হোসেন (২২)। এসময় ৩৪ কেজি গাঁজা, ১টি ট্রাক, ৩টি মোবাইল, ৩টি সিম কার্ড এবং নগদ ৯ হাজার ২০০ টাকাসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা
মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা
অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার