Top

গোপালগঞ্জে চারজনকে পুড়িয়ে হত্যা মামলায় আসামীর মুত্যুদন্ড

১৩ এপ্রিল, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে চারজনকে পুড়িয়ে হত্যা মামলায় আসামীর মুত্যুদন্ড
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে শ্বাশুড়ি ও তিন শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় জামাই আজাদ মোল্যকে মুত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

দীর্ঘ ৮ বছর পর আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রান্ত আসামী হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে আজাদ মোল্যা (৫০)।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের মৃত দেলোয়ার গাজীর স্ত্রী ফুরিয়া বেগম (৭০), তার তিন নাতি তামিম (৭), আমিনুর সরদার (১৪) ও তনীমা (৫)। তারা নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। ২০১৪ সালের ১৭ মে (শনিবার) গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মামলার বিবরনে জানাগেছে, নিহত ফুরিয়া বেগমের বড় মেয়ের সরিফা বেগমের স্বামী আজাদ মোল্যার সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে স্ত্রী সরিফাকে হত্যার উদ্দেশ্যে ২০১৪ সালের ১৭ মে রাতে বাড়ীতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় আসামী আজাদ। এ সময় ওই আগুনে পুড়ে শ্বাশুড়ি ফুরিয়া বেগম, আজাদের স্ত্রীর বোনের ছেলে আমিনুর ও তামিম
ঘটনাস্থলে এবং গোপালগঞ্জ হাসপাতালে বোনের মেয়ে তনীমা মারা যায়।

এ ঘটনার পরদিন ১৮ মে মৃত ফুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজী একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার দীর্ঘ শুনানী শেষ আদালত আজাদ মোল্যকে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকার জরিমানা করেন। রায় ঘোষনার সময় আসামী আজাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবি ছিলেন, এপিপি অ্যাডভোকেট শহীদুজ্জামান পিটু, এপিপি অ্যাডভোকেট শামছুন্নাহার ও অ্যাডভোকেট ফজলুল হক খান খোকন। আসামী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট মো: ফরহাদ হোসেন।

শেয়ার