Top

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা

১৩ এপ্রিল, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ
মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা
চাঁদপুর ও হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে চাঁদপুর সদরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার, বিষ্ণুদি রোড ও চেয়ারম্যান ঘাট বাজারে এই অভিযান পরিচালনা করে মা সুপার শপকে দুই হাজার টাকা, জিয়া বাদার্সকে পাঁচ হাজার টাকা ও খান স্টোরকে দুই হাজার টাকাসহ মোট নয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
ওই সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানের সময় রড ও সিমেন্টের দোকানেও কোনরূপ অনিয়ম আছে কিনা তা তদারকি করেন তিনি।

 

শেয়ার