Top

গাংনীতে বালি ব্যবসায়ীর কারাদণ্ড

১৩ এপ্রিল, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
গাংনীতে বালি ব্যবসায়ীর কারাদণ্ড
মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীতে অবৈধ ভাবে বালি উত্তোলন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে আজগর আলী (৪৮) নামের এক বালি ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত আজগর আলী মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকার কোলা গ্রামের আবু বক্করের ছেলে।

বুধবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাথাভাঙ্গা নদীর তীরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে আজগর আলী নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এসময় উত্তোলনকৃত বালি ও ২টি শ্যালো মেশিন যুক্ত ড্রেজার জব্দ করে ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিলামে বিক্রি করে সরকারী কোষাগারে টাকা জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার