Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

সাপাহারে ভূমি উন্নয়ন কর বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩ এপ্রিল, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ
সাপাহারে ভূমি উন্নয়ন কর বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে ভূমি ও তৎসংশিষ্ট ভূমি নিবন্ধন, ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের আয়েজানে বুধবার ৯টায় উপজেলা হল রুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণে ভার্চুয়ালীযুক্ত ছিলেন মিল্টন কুমার রায় অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) নওগাঁ।

প্রশিক্ষণে ভূমি ও তৎসংশিষ্ট ভূমি নিবন্ধন, ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি বিষয়ে বিস্তারিত পর্যলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এসময় উক্ত প্রশিক্ষণে ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন তথ্য সেবা প্রদানকারী’র সদস্য ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাস্তবায়নকারী সংস্থা উপজেলা কৃষি ও সেচ বিষয়ক কমিটি সাপাহার,নওগাঁ।

শেয়ার