ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান বাজারে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য দোকানে রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে দিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবি আবদুল্লাহ খান এ অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবি আবদুল্লাহ খানের নেতৃত্বে উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মুদি দোকানী মো. ওসমানকে ৫ হাজার টাকা ও রিয়াজকে ১ হাজার টাকা এবং নকল রুহ আফজা বিক্রির দায়ে ফলের দোকানী আমজাদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবি আবদুল্লাহ খান বলেন, আজ বুধবার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজারে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রবাদির বাজার মূল্য মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না থাকা, জিনিসপত্রের মূল্য বেশি রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী থাকা ইত্যাদি অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করাসহ ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী জনসস্মুখে বিনষ্ট করা হয়।