বনে অবমুক্ত করেছে এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার রাতে শেখ কামাল সেতুর নিচ থেকে এ শিয়ালটি উদ্ধার করেন তারা। এরপর গভীর রাতে জেলা বন কর্মকর্তার নির্দেশে রজপাড়া এলাকার নদী সংলগ্ন বনে এটি অবমুক্ত করা হয়।
এনিমেল লাভার অফ সংগঠনের সদস্যরা সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যার পর শেখ কামাল সেতুর নিচে এ প্রানীটি কেনা-বেচা হচ্ছিলো। আমাদের উপস্থিতি টের পেয়ে ক্রেতা-বিক্রেতা দুইজনই দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাচ্চা এ শিয়ালটিকে বনে অবমুক্ত করা হয়।