বরিশাল প্রতিনিধি :
যৌতুকের দাবিতে স্ত্রীর দায়ের করা মামলায় গ্ৰেফতার হয়েছে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার টিপু সুলতান (৩২)।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে গৌরনদী থানায় স্ত্রী ডাক্তার মিলাদুজ্জামান ইরা (২৮) যৌতুক ও তাকে মারধরের অভিযোগ জানিয়ে মামলা করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে (১৩ এপ্রিল) বুধবার দুপুরে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফজাল হোসেন জানান, মামলার বাদী ডাক্তার মিলাদুজ্জামান ইরা ও মামলার আসামি ডাক্তার টিপু সুলতান উভয়েই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন।
তিনি আরো জানান, ২০২১ সালের ১৩ আগষ্ট গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের মোঃ বাদশা ফকিরের পুত্র ডাঃ টিপু সুলতানের সাথে বিয়ে হয় কুমিল্লা দক্ষিণ সদর উপজেলার দৈয়ারা গ্রামের আঃ আলিমের কন্যা ডাঃ মিলাদুজ্জাহান ইরার সাথে। বিয়ের পর থেকেই ১০ লাখ টাকা যৌতুকের জন্য স্বামী ডাঃ টিপু সুলতান তাকে প্রায়ই মারধর করতো এবং প্রাণ নাশের হুমকি দিতে। নিরুপায় হয়ে মঙ্গলবার রাতে তিনি যৌতুকের জন্য মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ এনে গৌরনদী থানায় ডাঃ টিপু সুলতান ও তার বাবা বাদশা ফকিরকে আসামী করে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ডাঃ টিপু সুলতানকে গ্রেপ্তার করে।