Top

শতবর্ষী গাছ রক্ষায় যুব সংগঠনের মানববন্ধন

১৩ এপ্রিল, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
শতবর্ষী গাছ রক্ষায় যুব সংগঠনের মানববন্ধন
আর আই রাজিব, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী কড়ই গাছগুলো রক্ষা করে ছয় লেন রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে পরিবেশবিদ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বুধবার (১৩ এপ্রিল) সকালে কালীগঞ্জ পৌরসভার বৈশাখী তেলপাম্প এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার’।

এ সময় বক্তব্য রাখেন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের যুগ্ম আহ্বায়ক ফওজুর রহমান সাবিত, শেখ সাদি, আলী হোসেন, ইতি ব্যানার্জীসহ অন্যরা।

মানববন্ধন থেকে ফওজুর রহমান সাবিত বলেন, ‘যশোর-খুলনা মহাসড়কের বৈশাখী তেলপাম্প থেকে মোবারকগঞ্জ চিনিকল পর্যন্ত এবং ভুষণ সড়কের জনতা ব্যাংক মোড় পর্যন্ত প্রায় শতাধিক শতবর্ষী কড়ই গাছ রয়েছে। পরিবেশ সুরক্ষায় শতবর্ষ ধরে অবদান রাখা এই কড়াই গাছগুলো কালীগঞ্জের ঐতিহ্য। দেশে-বিদেশের অনেকেই এই গাছগুলো সম্পর্কে জানেন। তারা দাবি তোলেন, শুকনো এবং ঝুঁকিপূর্ণ গাছ ও ডাল কেটে জীবন্ত গাছগুলো রেখে মহাসড়ক সম্প্রসারণ করা হোক।’

শেয়ার