ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ উদ্ধসঢ়;যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সারে ৯টার দিকে পরিষদ চত্বর হতে নানা শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের করা হয়।
শোভা যাত্রাটি সদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে চিত্রাঙ্কন,কবিতা আবৃত্তি,ও কুইজ প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,মাধ্যমিক শিক্ষা অফিসার মূর্তজা আহসান,গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।