Top

কেশবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মতবিনিময়

১৫ এপ্রিল, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ
কেশবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মতবিনিময়
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরের মধ্যকুল রাজবংশী পাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি মনোহর গাইন, কেশবপুর প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান রাজু, উপজেলার পরচক্রা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি মিলন কুমার মন্ডল, মধ্যকুল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি সুকুমার রায়, সহসভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক স্বপন অধিকারী, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার জামাল উদ্দীন ও সদস্য মো. আসাদ প্রমুখ।

মতবিনিময় সভায় মধ্যকুল রাজবংশী পাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করা হয়।

শেয়ার