Top

আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ পেলো বাংলাদেশি ৩ চিকিৎসক

১৬ এপ্রিল, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ
আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ পেলো বাংলাদেশি ৩ চিকিৎসক

আমেরিকায় উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন বাংলাদেশি তিন চিকিৎসক। প্রবাসী চিকিৎসকদের সংগঠন প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়ার (পিএইচএ) রোড টু রেসিডেন্সি (আরটুআর) প্রোগ্রামের আওতায় তারা এ সুযোগ পেয়েছেন। তিন চিকিৎসকের মধ্যে অনাহিতা সাদাত ঢাকা মেডিকেল কলেজে, সামিরা হাই লামিসা এবং অরনী দাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত ছিলেন।

শনিবার (১৬ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার ট্রাস্টি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার কলেজ অব মেডিসিন ফ্যাকাল্টির বিশিষ্ট পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ ডা. ডা. বি এম আতিকুজ্জামান।

তিনি জানান, বাংলাদেশি তিন চিকিৎসক এ মাসেই আমাদের রোড টু রেসিডেন্সি’ (আরটুআর) স্পেশাল প্রোগ্রামের মাধ্যমে আমেরিকায় এসেছে। আমি যেই হাসপাতালে কর্মরত আছি, তারা সেখানেই কাজ করবে।

ডা. আতিকুজ্জামান বলেন, রোজার মাসে আমি সাধারণত রোগী দেখার বাইরে শিক্ষকতার সঙ্গে যুক্ত হই না। তবে এবার ব্যতিক্রম হলো। এ রোজার মাসেও কষ্ট করে তিনজন তরুণ প্রতিভাবান বাংলাদেশি চিকিৎসক আমাদের সঙ্গে কাজ করতে এসেছেন।

তিনি আরও বলেন, তরুণ এসব চিকিৎসককে দিকে তাকালেই পঁচিশ বছর আগের কথা মনে পড়ে। আমাদের এ ধরনের শিক্ষাগ্রহণের সুযোগগুলো দুরূহ ছিল।

প্রসঙ্গত, বাংলাদেশি চিকিৎসকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসার সঙ্গে পরিচয় ও চিকিৎসা শিক্ষার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যয়ে কাজ করছে প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া। দেশীয় চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক চিকিৎসকদের ফেলোশিপও দিচ্ছে সংগঠনটি।

শেয়ার