অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও মুড়ির প্যাকেটে মেয়াদ না দেয়া এবং অবৈধ সিরাপ বিক্রয়ের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ ।
শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নওহাটা ও চকগৌরি বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. শামীম হোসেন।
ভোক্তা অধিকার অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক মো. শামীম হোসেন জানান, ঈদকে সামনে রেখে বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হয়ে থাকে। এই অভিযানের অংশ হিসাবে নওহাটা ও চকগৌরি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে সাদ্দাম লাচ্ছা ও মুড়ির ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা এবং অবৈধ সিরাপ বিক্রয়ের অপরাধে ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা ও রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও নওহাটা ফাঁড়ি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।