Top

ফেনীর দুধমুখা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরন বিতরণ

১৬ এপ্রিল, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
ফেনীর দুধমুখা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরন বিতরণ
ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যায়নরত অর্ধশতাধিক মেধাবী দারিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেছে স্কুলের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা।

শনিবার সকালে স্কুলে মিলনায়তনে এ শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে সহকারি শিক্ষক আবুল হাশেমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সেলিনা বেগম ও দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল উদ্দিন। ১৯৯৭ ব্যাচের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সানরাইজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ।

এসময় ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সমীর চন্দ্র দাস, গ্রাম্য চিকিৎসক মোস্তাফিজুর রহমান ও প্রবাসী চন্দন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।

 

শেয়ার