Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

অভিনয়ে অভিষেক হল চঞ্চল চৌধুরীর ছেলের

১৮ এপ্রিল, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
অভিনয়ে অভিষেক হল চঞ্চল চৌধুরীর ছেলের
বিনোদন ডেস্ক :

দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র চঞ্চল চৌধুরী। সিনেমা, নাটক কিংবা ওয়েব কনটেন্ট, সবখানেই তার আলাদা দাপট। সফল এই তারকার একমাত্র সন্তানের নাম শুদ্ধ। বয়স সবে ১২ বছর। মায়ের (চঞ্চলের স্ত্রী) সঙ্গে এসেছিলেন বাবার শুটিং দেখতে। এরপর হঠাৎ সিদ্ধান্তে দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে!

হ্যাঁ, অভিনয়ে নাম লিখিয়েছেন চঞ্চলের ছেলে শুদ্ধ। তবে এটাকে আনুষ্ঠানিক বলতে চান না চঞ্চল। কেবল ঘটনাক্রমে একটি দৃশ্যে কয়েকটি সংলাপ দিয়েছেন শুদ্ধ। পুরোদস্তুর অভিনয়ে আসার জন্য তাকে আরও অনেক পথ পেরোতে হবে বলে মনে করেন চঞ্চল।

ছেলের অভিনয়ে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে জানিয়েছেন ‘মনপুরা’ খ্যাত তারকা। তিনি বলেন, ‘শুদ্ধর কেবল প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহামরি কিছু না। গিয়েছিল পুবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সাথে ওর মা-ও ছিল। পরিকল্পনা ছাড়াই ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্স। কো আর্টিস্ট দিব্য, সৌম্য।’

চঞ্চল জানান, তার ছেলের অভিনয়ে আসার যথেষ্ঠ ইচ্ছে রয়েছে। তবে এর জন্য তাকে তৈরি হতে হবে। চঞ্চলের ভাষ্য, ‘শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে, তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। এই আর কি।’

জানা গেল, ঈদ উপলক্ষে নতুন একটি নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এর নাম ‘সুশীল ফেমেলি’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে চঞ্চলের সঙ্গে আরও অভিনয় করেছেন বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা, সৌম্য ও দিব্য। এই নাটকেই ছোট একটি দৃশ্যে অভিনয় করেছেন চঞ্চলের ছেলে শুদ্ধ। গাজী টিভির ঈদ আয়োজনে নাটকটি দেখা যাবে।

শেয়ার